কিভাবে অনলাইনে চেক করবেন ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে নাকি সঠিক আছে | OBC Certificate Check Process |
OBC Certificate Cancel Or Not Checking Process, OBC Certificate Check, OBC Certificate, OBC Certificate Update, Other Backyard Classes, OBC Certificate Latest Update.
আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবো OBC Certificate কিভাবে চেক করবেন ?
ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা চেক করার জন্য সবার প্রথম, রাজ্য সরকারের কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য গুগলে সার্চ করতে হবে Caste certificate লিখে.
অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর SC/ST/OBC নামে একটি MENU আছে, ওই মেনুতে ক্লিক করতে হবে । এরপর CHECK CERTIFICATE নামে একটি অপশন আছে। ওই অপশনে ক্লিক করতে হবে ।
এরপর সার্টিফিকেট চেক করার পেজটি খুলে যাবে ওখানে আমরা তিন রকম তথ্য দিয়ে সার্টিফিকেট চেক করতে পারি ।
উপরে দেওয়া ছবিটির মধ্যে যেকোনো একটা তথ্য দেওয়ার পর সার্টিফিকেট চেক করা যাবে ।
আমি ধরে নিলাম যে, আমরা এখানে সার্টিফিকেটের নাম্বার দিলাম, এরপর আমরা যখনই নিচে দেওয়া Search বাটনে ক্লিক করব ।
সার্চে ক্লিক করার পরই আপনারা দেখতে পাবেন আপনাদের সার্টিফিকেট এর বর্তমান স্ট্যাটাস যদি বাতিল হয়ে থাকে তাহলে No Record Found লেখা থাকবে আর যদি আপনাদের সার্টিফিকেট দেখায় তাহলে জানবেন আপনাদের সার্টিফিকেট বাতিল হয়নি ।
এই সমস্ত থিওরি বিষয় যেটা এতক্ষণ আপনাদেরকে বললাম সেটা ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে দেখার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন ।
নতুন কোন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইটটিকে ফলো করুন ।
0 Comments