OBC Certificate No Record Found Problem | এরপর কি করবেন | কিভাবে নতুন করে ওবিসি সার্টিফিকেট আবেদন করবেন

 যাদের ওবিসি সার্টিফিকেট অনলাইনে No Record Found দেখাচ্ছে তারা এরপর কি করবেন কিভাবে নতুন করে সার্টিফিকেট আবেদন করবেন ।

OBC Certificate No Record Found Problem, OBC Certificate Apply Online, New Digital OBC Certificate Apply After Cancel Obc certificate, Digital OBC Certificate Apply, OBC Certificate Update.


অনলাইনে কিভাবে ওবিসি সার্টিফিকেট চেক করবে সেটা আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি। ওবিসি স্ট্যাটাস চেক করার পর যদি দেখো No Record Found দেখাচ্ছে তাহলে জানবে তোমাদের ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে গেছে ।

আর এই বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেটকে আবার নতুন করে আবেদন করতে হবে । কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছু আজকের এই পোস্টে তোমাদের বলবো ।

আবেদন করার জন্য কি কি লাগবে - ১. একটি পাসপোর্ট সাইজ ছবি লাগবে ২. একটি পঞ্চায়েত অথবা বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট লাগবে যেখানে ফ্যামিলি ইনকাম হলেও চলবে কিন্তু নাম যেন সার্টিফিকেটে তোমার থাকে, ৩. আর শুধুমাত্র পুরনো ওবিসি সার্টিফিকেটের নাম্বারটা লাগবে ।

উপরে বলা তিনটে জিনিস থাকলেই আপনি ওবিসি সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন এখন বলে দি কারা এই ওবিসি সার্টিফিকেট নতুন করে আবেদন করবেন ।

১. ২০১০ সালের পরে যারা ওবিসি সার্টিফিকেট আবেদন করেছিলেন তাদের সবাইকে আবার নতুন করে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে ।
২. যাদের অনলাইনে ওবিসি সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করলে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদেরকে আবার নতুন করে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে ।
৩. যাদের ওবিসি ক্যাটাগরি পরিবর্তন হয়ে গেছে যেমন আগে হয়তো ওবিসি A ক্যাটাগরি ছিল কিন্তু এখন ওবিসি B হয়ে গেছে তাদেরকে আবার নতুন করে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে ।
৪. যাদের পুরনো হাতে লেখা কাগজের ম্যানুয়াল সার্টিফিকেট আছে তাদের কেউ আবার নতুন করে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে ।
৫. নতুন ওবিসির যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্ট অনুযায়ী যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদেরকে আবার নতুন করে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে ।

এখন বলে দি নতুন করে ওবিসি সার্টিফিকেট এর জন্য কিভাবে আবেদন - 
ওবিসি সার্টিফিকেট আবেদন করার আগে অবশ্যই আপনাকে আপনার ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হবে, এটা কিভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিও লিংক দেওয়া রইল -

ইনকাম সার্টিফিকেটটি পাওয়ার পর তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে সেখানে গিয়ে তোমরা নতুন করে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ভিডিও লিংক নিচে দেওয়া রইল -


আবেদন করার পর স্ট্যাটাস কিভাবে চেক করবে সেটাও কিন্তু ওপরে দেওয়া ভিডিওতে বলা আছে ।

তোমরা আবেদন করার সময় যে পাসপোর্ট সাইজ ছবি এবং ইনকাম সার্টিফিকেট আপলোড করবে মনে রেখো এই দুটো সাইজ কিন্তু ১০০ কিলোবাইট এর মধ্যে হতে হবে ১০০ কেবির বেশি হলে কিন্তু হবে না ।

এখন জানাবো আবেদন করার পর কি করবেন -
অনলাইনে আবেদন করার পর আপনাকে তিনটি পেজ দেওয়া হবে সেটা প্রিন্ট আউট করে বার করতে হবে ।
এর সাথে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং পুরনো ওবিসি সার্টিফিকেট আর তার সাথে আপনার বাবার এবং মায়ের আধার কার্ড ভোটার কার্ড আর অনলাইনের ইনকাম সার্টিফিকেট যেটা আবেদন করার সময় আপলোড করেছিলেন । এই যতগুলো ডকুমেন্টস বললাম সবগুলো জেরক্স ও অরজিনাল নিয়ে ভিডিও অথবা এসডিও অফিসে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য দুই মাসের মধ্যে ।

প্রত্যেকটি জেরক্স করা ডকুমেন্টে নিজেকে সিগনেচার করতে হবে । ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনি অনলাইনে স্ট্যাটাস দেখতে পাবেন এপ্রুভ হয়ে গেছে তখন আপনি অনলাইন থেকেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন ।

এরপরে যদি আপনাদের আরো কিছু সমস্যা থাকে যেটা সম্পর্কে আপনারা জানতে চান সমাধান চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ।

Post a Comment

0 Comments