পশ্চিমবঙ্গে SIR সম্পর্কিত সমস্ত তথ্য | এই একটি পেজে । WB SIR Verification Complete Details |

পশ্চিমবঙ্গে SIR সম্পর্কিত সমস্ত ভুল ভাবনা এবং সঠিক কি করতে হবে কিভাবে হবে সমস্ত কিছু এই একটি পোস্টে আপনাদেরকে জানিয়ে দেওয়া হল ।


প্রথমেই ভুলটি ভাঙ্গাবো, SIR নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয়, ভোটার যাচাইয়ের প্রক্রিয়া। নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া হলে সকলের কাছে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হত, যেমনটা NRC এর ক্ষেত্রে অসমে হয়েছিল। এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। 

২০০২ এ আমাদের এখানে SIR হয়েছিল, সুতরাং তারা অলরেডি ভোটার হিসাবে প্রতিষ্ঠিত। সেকারণে করো নাম ২০০২ এর লিস্টে থেকে থাকলে তাকে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। এমনকি তার সন্তান সন্ততি কিম্বা নাতি নাতনি বর্তমানে ভোটার হলে তাদেরও কোনো ডকুমেন্ট দেখানো লাগবে না।

আপনাকে কী করতে হবে? 

অফলাইনে করলে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটি BLO আপনাকে প্রদান করবে। একে বলে Enumeration Form (ফর্মটি নিচে দেওয়া হল). এই ফর্মে আপনার বর্তমান ভোটার কার্ডের ডিটেল প্রি প্রিন্টেড হয়ে আসবে। আপনাকে শুধু ফর্মের বাম দিকে যে ছকটি আছে তাতে ২০০২ এর SIR অনুযায়ী নিজের নাম, AC, Part Number, Serial number, EPIC no etc এর জায়গাটা ফিল আপ করে জমা দিলেই হবে। কোনো ডকুমেন্ট অ্যাটাচ করা লাগবে না। 

আর যদি ২০০২ এর SIR এ আপনার নাম না থেকে থাকে কিন্তু বাবা/মা/ ঠাকুর্দা/ ঠাকুমার নাম থেকে থাকে তাহলে ফর্মের ডানদিকে ২০০২ এর SIR অনুযায়ী তাদের নাম, AC, Part Number, Serial number, EPIC no etc লেখার জায়গা আছে। সেটি ফিল আপ করে নিজের সাথে কি সম্পর্ক সেটি লিখে দিতে হবে। এক্ষেত্রেও কোন ডকুমেন্ট অ্যাটাচ করা লাগবে না।

আর যদি অনলাইনে করেন তাহলে BLO অ্যাপের মাধ্যমে কিম্বা নিজেরাই অ্যাপটি ডাউনলোড করে কিংবা ECI প্রদত্ত্ব ওয়েবসাইটে গিয়ে এই কাজটি করতে পারেন। এক্ষেত্রে ২০০২ এর লিস্ট সার্চ করার জায়গা থাকবে। প্রথমে রাজ্য সিলেক্ট করে তারপর AC, Part Number সিলেক্ট করে নিজের বা নিজের মা/বাবা / ঠাকুর্দা/ ঠাকুমার নামটি খুঁজে নিতে হবে। তারপর তাদের নামে ক্লিক করে নিজের সাথে কি সম্পর্ক তা ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে। একেই বলে ম্যাপিং। অর্থাৎ আপনাকে ২০০২ এর লিস্টের ব্যক্তির সাথে ম্যাপ করা গেছে। কোনো ডকুমেন্ট আর লাগবে না। 

কিন্তু যদি নিজের বা নিজের মা/বাবা/ ঠাকুর্দা/ ঠাকুমার নাম ২০০২ এর লিস্টে না থেকে থাকে এক্ষেত্রে আপনাকে নাগরিকত্বের প্রমাণ দেওয়া লাগবে। কারণ ২০০২ এর লিস্টে নিজের বা ওনাদের কারো নাম না থাকার অর্থ আপনারা এখনো এই প্রক্রিয়ায় ভোটার হিসাবে প্রতিষ্ঠিত হননি। 
যেহেতু এদেশে ভোটার হতে গেলে কোন ব্যক্তিকে তিনটি ক্রাইটেরিয়া সিদ্ধ করতে হয়:
১. দেশের নাগরিক 
২. পার্মানেন্ট রেসিডেন্ট 
৩. ১৮ বছরের ঊর্ধ্বে বয়স
তাই আপনাদের সেগুলোর প্রমাণ দিতে হবে।

কীভাবে হবে?
আপনার নাম ম্যাপ করা না গেলে ড্রাফট লিস্টে আপনার নাম থাকবে না। AERO (সাধারণত ব্লক অফিসের একজন অফিসার) আপনাকে নোটিশ দেবে এবং হিয়ারিং এ ডাকবে। নোটিশ কথাটি শুনে কারো ঘাবড়ানোর প্রয়োজন নেই, আমিও একজন AERO ছিলাম, ভোটার কার্ড বানানো, সংশোধন বা মারা গেলে ডিলিশনের জন্য এটি একটি রুটিন প্রক্রিয়া, বরাবর এটাই নিয়ম। হিয়ারিং মানে আরো আপনার কথাটি শোনা, আপনাকে পর্যাপ্ত ডকুমেন্ট দিয়ে নিজের কথা প্রতিষ্ঠিত করার সুযোগ দেওয়া। সেটা দেওয়াটাই উচিত এবং এটাই রীতি। 

যায় হোক এক্ষেত্রে - 
(i) ০১.০৭.১৯৮৭ এর আগে জন্ম হলে নিজের জন্মের সাপেক্ষে ডকুমেন্ট দিলেই যথেষ্ট

(ii) ০১.০৭.১৯৮৭- ০৩.১২.২০০৪ এর মধ্যে জন্ম হলে নিজের এবং নিজের মা বাবা যেকোন একজনের এদেশের নাগরিকত্বের ডকুমেন্ট দেওয়া লাগবে। 

(iii) ০৪.১২.২০০৪ এর পর জন্ম হলে নিজের এবং নিজের মা বাবা উভয়েরই নাগরিকত্বের ডকুমেন্ট লাগবে

নাগরিকত্বের ডকুমেন্ট ECI শেয়ার করেছে তাই আর লিখছি না, আপনারা নিচের ছবিতে দেখে নিন।

তাহলে সাম আপ করি -
1. 
(i)আপনার নাম ২০০২ এর লিস্টে আছে
                     অথবা
(ii)আপনার মা/বাবা/ ঠাকুর্দা/ ঠাকুমার নাম ২০০২ এর লিস্টে আছে ।

কী করতে হবে?
অনলাইনে ম্যাপিং এবং/ অথবা অফলাইনে Enumeration form fill up. 

কী কী ডকুমেন্টস লাগবে?
 কোনো ডকুমেন্ট লাগবে না। ২০০২ এর লিস্ট টা জোগাড় করে Form এ ২০০২ এর লিস্টের ব্যক্তির ডিটেলস টা ফিল আপ করে জমা দিলেই হবে। 

কোথায় পাবেন? 
https://ceowestbengal.nic.in/roll_dist
অথবা BLO এর কাছ থেকে জোগাড় করতে পারেন।

কে করবেন? 
 BLO এরই দায়িত্ব ফর্ম দেওয়া এবং ফিল আপ করতে সহায়তা করা। তবে ফর্ম ফিল আপ করার পর চেক করে নিয়ে তবেই সই করবেন। BLO এর হাতেই ফর্মটি জমা দিতে পারেন কিংবা নিজেই অনলাইনে আপলোড করতে পারেন। অথবা অনলাইনে নিজেই ২০০২ এর লিস্টের সাথে ম্যাপিং করে নিতে পারেন। 

2. 
নিজের বা মা/বাবা/ ঠাকুর্দা/ ঠাকুমার নাম ২০০২ এর লিস্টে নেই। 

কী করতে হবে?
এক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ লাগবে। AERO নোটিশ দিয়ে হিয়ারিং ডাকবে।
(i) ০১.০৭.১৯৮৭ এর আগে জন্ম হলে নিজের জন্মের সাপেক্ষে ডকুমেন্ট দিলেই যথেষ্ট
(ii) ০১.০৭.১৯৮৭- ০৩.১২.২০০৪ এর মধ্যে জন্ম হলে নিজের এবং নিজের মা বাবা যেকোন একজনের এদেশের নাগরিকত্বের ডকুমেন্ট 
(iii) ০৪.১২.২০০৪ এর পর জন্ম হলে নিজের এবং নিজের মা বাবা উভয়েরই নাগরিকত্বের ডকুমেন্ট লাগবে

কী কী ডকুমেন্টস লাগবে?
=কি কি ডকুমেন্টস লাগবে এই সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি সেই ভিডিওর লিংকটা নিচে দিয়ে দিলাম :-


এই সম্পূর্ণ পোস্টটা প্র্যাকটিক্যাল ভিডিওতে বিস্তারিতভাবে জানার জন্য নিচের ভিডিওতে ক্লিক করুন ।



২০০২ সালের ভোটার লিস্টে আপনার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যের নাম আছে কিনা কিভাবে চেক করবেন সেটার ভিডিও নিচে দেওয়া রইল :-



যেকোনো সাহায্যের জন্য আমাদের ওয়েবসাইটটিকে ফলো করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করুন সমস্ত আপডেট পাওয়ার জন্য এছাড়াও ইউটিউবে সম্পূর্ণ ডিটেলস এর ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ।


Post a Comment

0 Comments