OBC Certificate Revalidation & Reissue করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?

 ওবিসি সার্টিফিকেট REVALIDATION এবং REISSUE করার জন্য কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে ?


ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন এবং Reissue করার জন্য আমাদের প্রত্যেককেই পুরনো সার্টিফিকেট এর নাম্বার দিয়ে নতুন করে ওবিসি আবেদন করতে হবে এটা আমরা সবাই জানি আর এর আগের একটি ইউটিউব ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি ।

এই রিভ্যালিডেশন এবং Reissue করার জন্য অনলাইনে আবেদন করার পর আবেদনের তিনটি ফরম এবং বাড়তি কিছু ডকুমেন্টস নিয়ে বিডিও অফিস অথবা এসডিও অফিসে গিয়ে জমা দিতে হবে, আজকের এই পোস্টে আমরা সেই বিষয়ে কথা বলব ।

এখন প্রশ্ন হল অনলাইনে ওবিসি আবেদন করার পরে কোন কোন ডকুমেন্টস নিয়ে জমা দিতে হবে অফিসে ? এই বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নোটিশের মাধ্যমে কিছু বলা হয়নি যে জমা দেওয়ার সময় কোন কোন ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে ।

তবে এটুকু আপনাদেরকে বলব আপনাদের ব্লকে আপনারা যদি খোঁজ নেন তাহলে সেখানে দেখবেন নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা ওবিসি রিভালেশন ও Reissue করছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে ।

আমি আপনাদের দুটো নোটিশ দেখাচ্ছি। আলাদা আলাদা দুটি ব্লকের , নিচে ছবিতে দেওয়া রইল -

এই ছবিটিতে যেই ডকুমেন্টগুলো দেওয়ার জন্য বলা হয়েছে সেগুলো একটি আলাদা ব্লকের

আর এই যে ওপরের ছবিটিতে যে ডকুমেন্টগুলো দেওয়ার জন্য বলা হয়েছে এটি আলাদা ব্লকের ।

তাহলে হয়তো আপনারা এটা বুঝতে পেরেছেন যে নির্দিষ্ট কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা গ্যারান্টি দিয়ে কেউই বলতে পারবে না তার কারণ প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিডিও অথবা এসডিও অফিসে নিজেদের ইচ্ছেমতো আলাদা আলাদা ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য বলছে। 

তাই আমি আপনাদের বললাম আপনারা আগে বিডিওতে খোঁজ নেন যে, কোন কোন ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে তারপর আপনারা জমা দেন ।

কিন্তু যদি আপনারা ভিডিও এবং এসডিও অফিসে খোঁজ না নিয়েই ডকুমেন্টস জমা করতে যান সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি আপনাদের বলে দিতে পারি , তবে এটা সব সময় মনে রাখবেন প্রত্যেকটা ব্লকে বা এসডিও অফিসে আলাদা আলাদা ডকুমেন্টস জমা নিচ্ছে ।


উপরের ছবিতে দেওয়া ডকুমেন্টস গুলো আপনারা সাথে করে নিয়ে যেতে পারেন আশা করছি এই ডকুমেন্টস এর মধ্যেই আপনার ওবিসি ফর্ম জমা হয়ে যাবে এক্সট্রা কিছু লাগবে না ।

এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেখার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন -


এ বিষয়ে আরো যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে ইউটিউবে অথবা এই ব্লক পোস্টে কমেন্ট করে জানাতে পারেন ।

Post a Comment

0 Comments